Logo

আন্তর্জাতিক    >>   গাজায় ইসরাইলি হামলায় ৩৫ নিহত, আহত ৯৪

গাজায় ইসরাইলি হামলায় ৩৫ নিহত, আহত ৯৪

গাজায় ইসরাইলি হামলায় ৩৫ নিহত, আহত ৯৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলার তীব্রতা দিন দিন বাড়ছে। রবিবার (২৪ নভেম্বর) ইসরাইলি বাহিনীর হামলায় একদিনেই ৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু। এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি।

লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ইসরাইলি সেনাবাহিনীর লাগাতার আক্রমণে ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসাকেন্দ্র।

রবিবার ইসরাইলি বাহিনী উত্তর গাজার একমাত্র কার্যকরী হাসপাতাল কামাল আদওয়ানে ড্রোন হামলা চালায়। এই হামলায় হাসপাতালের প্রধানসহ বেশ কয়েকজন আহত হন। চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় আহতদের পরিস্থিতি আরও সঙ্কটাপন্ন হয়ে উঠেছে।

একই দিন পূর্ব গাজার সেজাইয়া শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী। নির্দেশনার পর বাসিন্দারা শহর ছেড়ে উত্তর গাজার দিকে স্থানান্তর হতে শুরু করেন। তবে স্থানান্তরিত মানুষদের ওপরও হামলা চালায় ইসরাইলি বাহিনী।

মাগাজী, নুসেইরাত, এবং মধ্য গাজার অন্যান্য অংশেও ইসরাইলি আক্রমণে বহু মানুষ হতাহত হয়েছেন। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি।

ইসরাইলি হামলার মধ্যেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। রবিবার রাফায় সংঘর্ষে হামাস যোদ্ধাদের আক্রমণে কয়েকজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

গাজায় ইসরাইলি হামলার পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ ইসরাইল ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালিয়েছে। রোববার অন্তত ৩৪০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চল এবং তেল আবিবের সামরিক স্থাপনায় আঘাত হানে হিজবুল্লাহ। এতে ১১ জন আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সংঘাত থামানোর আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।